• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শরীরে ৮৬৪ পোকার ট্যাটু করে বিশ্ব রেকর্ড  


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৭:৪০ পিএম
শরীরে ৮৬৪ পোকার ট্যাটু করে বিশ্ব রেকর্ড  

নিত্য নতুন উদ্ভট কাজে চমক দেখিয়ে অনেকেই নাম লেখাচ্ছেন বিশ্বের রেকর্ডের তালিকায়। তেমনই একজন মাইকেল অ্যামোইয়া। শরীরে ৮৬৪ পোকার ট্যাটু আঁকিয়ে বিশ্ব রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের এই বাসিন্দা। সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠেছে।

নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে জানা যায়, ২০২১ সালের ২৮ অক্টোবর গিনেস কর্তৃপক্ষ মাইকেল অ্যামোইয়ার এই কাজটিকে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি দিয়েছে।

গিনেস কর্তৃপক্ষ জানায়, মাইকেল অ্যামোইয়ার তার বাহুতে প্রথমে লাল রানি পিঁপড়ার ট্যাটু আঁকেন। এরপর বিটল, পিঁপড়া, ইয়ারউইগ ও মথসহ বিভিন্ন পোকার ট্যাটু আঁকা হয় তার শরীরে। যার সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৪টিতে। গলা এবং বুকজুড়ে একটি ১৩ ইঞ্চি মথের ট্যাটু আঁকা রয়েছে। বাম বাহুতে রয়েছে ৮৯টি পিঁপড়া। বাহু থেকে তার বাইসেপ পর্যন্ত রয়েছে আরও ৩৬টি। পেটের ডান পাশে জায়গা করে নিয়েছে ২৩টি লাল পিঁপড়া। ডান চোখের উপরও বাদ যায়নি।  একটি ২.৫ ইঞ্চির বিটল সেখানে জায়গা করে নিয়েছে। আর ডান কানের পেছনে রয়েছে একটি ২.৫ ইঞ্চি ইয়ারউইগ।

তার শরীরে মাকড়সা এবং দুটি বিশাল মিলিপিডের ট্যাটু রয়েছে। এগুলো পোকা না হওয়ায় রেকর্ডের গণনায় ধরা যায়নি।

২১ বছর বয়সী মাইকেল অ্যামোইয়ার বলেন, ‘বিশ্ব রেকর্ডে স্থান পাওয়া সত্যিই আনন্দের। পোকা আমার প্রিয় নয়, শখেরও নয়। বরং আমি পোকা ভীষণ ভয় পাই। ভয় কাটাতেই শরীরে অনেক পোকার ট্য়াটু করেছি।‘

Link copied!